আহমেদ আমিন চৌধুরী। ১৯৫০ সালের ১৫ জানুয়ারি চট্টগ্রাম জেলার রাউজান থানার নোয়াজিশপুরে এক ঐতিহ্যবাহী বনেদি পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা আবদুল হক চৌধুরী ছিলেন একজন প্রতিষ্ঠিত ঐতিহাসিক। কোরেশী মাগন ছিলেন এ বংশের পূর্বপুরুষ। আহমেদ আমিনের ইতিহাসচর্চা পারিবারিক উত্তরাধিকার। আহমেদ আমিন চৌধুরী পেশাগত জীবনে একজন পুলিশ অফিসার। ১৯৭১ সালের ৪ জানুয়ারি তিনি ক্যাডেট সাব-ইন্সপেক্টর হিসেবে পুলিশ বিভাগে যোগদান করেন। বৃহত্তর ঢাকা, সিলেট, কুমিল্লা ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে তিনি দীর্ঘদিন কর্মরত ছিলেন। এ ছাড়া দেশের বাইরে মালয়েশিয়ায় পেশাগত উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন এবং নামিবিয়ার স্বাধীনতা প্রক্রিয়ায় আনটাগ বাহিনীতে দায়িত্ব পালন করেন। জাতীয় বিভিন্ন পত্রপত্রিকায় তাঁর অনেক নিবন্ধ প্রকাশিত হয়েছে। তাঁর প্রকাশিত গ্রন্থ ইতিহাস ও ঐতিহ্য এবং চট্টগ্রামী বাংলার শব্দ সম্ভার সুধী মহলে সমাদৃত হয়েছে। সম্প্রতি পুলিশ আইন সহায়িকা নামে আইন বিষয়ক আর একটি বই প্রকাশিত হয়েছে। তিনি ঢাকাস্থ এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ, বাংলা একাডেমী এবং ইতিহাস পরিষদ-এর জীবন সদস্য ছাড়াও অনেক সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত।